রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

শুক্রবার , আমি , প্রেমিকা , ছবি তোলা আর আমার ইচ্ছা...!

শক্রবারে আমার তেমন কোন কাজ থাকে না । বিশুধবার অফিস শেষ করে একেবারেই নিজের মতো করে রাতটা কাটায় । আড্ডা, সমালোচনা , ভাই বেরাদার মিল্লা গোল হয়ে নেশা করা , মাতাল হয়ে কবিতা পড়া , আমার অতি আদরের বন্ধু আজাদ'কে নেশার কারিগর হিসাবে নোবেল দেওয়া ,  রাষ্ট্রীয় সকল ক্রাইসিসের জন্যে কবি আর রাজনীতিকের পরনের কাপড় আমি এই রাতেই খুলি !
শুক্রবার সকালে ব্রেকফাস্ট সেরে করার মতো তেমন কিছু থাকে না । প্রেমিকা সকাল বেলায় সময় দিতে পছন্দ করে না । রোদ বেশি থাকে । তার ধারণা রোদে বের হলে ত্বক পুড়ে যাবে ! আমি আর ক্যাচাল পারি না ! হুদাই ! এই রোগ প্রায় সকল মাইয়ার আছে ! আমার খুব ইচ্ছা , আমার প্রেমিকাকে সাথে নিয়ে আমি একদিন রোদ রাস্তা টোকাই ফুল পাখি আর ভাসমান মানুষের ছবি তুলবো । প্রেমিকারা সকাল পছন্দ করে না ! দুপুর পছন্দ করে না ! প্রেমিকারা কেবল বিকালেই কামুক হয় ! আর আমি প্রেমিকাহীন ক্যামেরা হাতে রাস্তায় রাস্তায় ঘুরি ! বেকার সময়ে প্রেমিকাহীন থাকার চেয়ে ক্যামেরা হাতে রাস্তায় রাস্তায় ঘুরা অনেক ভালো ! প্রেমিকারা আসলেই বুঝেনা প্রেমিকের হৃদয়ের দাবী !
তো এখন কথা হচ্ছে,  ছবি তুলে হবেটা কী ?!
- আমার উত্তর, কিচ্ছু হবে না । শুধুমাত্র  ছবি তুলে এর আগে বাঙলাদেশে কেউ কিচ্ছু হয় নি ! ছবি তুলে কিচ্ছু হয় না !
তাইলে ছবি তুলেন ক্যান ?
-মজা লাগে । আরাম লাগে । শান্তি পাই ।
ছবিগুলো দিয়া করবেন কী ? এক্সিবিশন ?
-ধুর ! ঐ কাজ পরিচিতি পাওয়ার জন্যে করে ! আমার পরিচিতি দরকার কী ! আমি পরিচিতি দিয়া করব’টা কী ! আমার দরকার শান্তি । পরিছন্ন জীবন  আর বিনোদন ।
তাইলে...
- মানুষের অনেক রকম ইচ্ছা আছে না ! আমারও সেই রকম একটি ইচ্ছা আছে, আমার তোলা সেরা একশো’টা ছবি নিয়ে আমার একটা " ছবি ঘর " হবে । প্রত্যেকটা ছবি ১২/১৬ সাইজের কালো ফ্রেমে বাধনো হবে । আর তার পাশে থাকবে আমার পছন্দের বই নিয়ে একটা লাইব্রেরী । এই জায়গাটি দিনের একটি নির্দিষ্ট সময়ে খোলা হবে । কবি ও রাজনীতিবিদ ছাড়া আর কেউই আমার “ছবি ঘর” আর লাইব্রেরীতে প্রবেশাধিকার পাবে  না । ওখানে তারা আমার পয়সায় চা বিড়ি খাবে আর একজন আরেকজনকে গালাগালি করবে ! পরামর্শ দিবে ! সাহায্য চাইবে একজন আরেকজনের ।  আমার দেশে কবি আর রাজনীতিবিদদের  মুখোমুখি হওয়ার জন্যে আদর্শ কোন জায়গা নাই ! তাদের একটা জায়গা দরকার !
আরে ভাই , তাইলে ছবি তোলা তো পুরাই লসের আপনার জন্যে !
- হুম । মনে হতে পারে । তবে আমার কাছে শান্তির । আরামের । মজার আর আনন্দের ! আমার কাছে বিশুধবার মানে ভরপুর “নেশার রাত” আর শুক্রবার মানে “ছবির দিন” ।