শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০১১

বোহেমিয়ান ভালবাসা

ইচ্ছে করলেই মেঘ গুলোকে তোমার বলে দাবী করতে পার। পার বৃষ্টির সাথে তোমার øিগ্ধতার তুলনা করতে। সবুজের বুকে পা রেখে হয়ত বলতে পারবে দিগন্ত জোড়া খোলা মাঠটি আমার। শুধু পারবেনা মলিন চাদরের নিচে যে যুবক প্রেম লুকিয়ে রেখেছে তা আপন করতে......
হাত বদলের মিছিলে নিজেকে অংশীদার করে ভাবতে পারবে, “এইতো বেশ আছি”।
প্রানের উৎসবে মিলতে পারবেনা স্থুল চিন্তা নিয়ে।
পড়ে থাক স্মৃতি, পুড়ে যাক অতীত
ডুবন্ত সূর্য্যরে রক্তিম রুপ ধারন করে ভালবাসা হাটুক পোড় খাওয়া মানুষের সাথে অন্তহীন পথে......

বিশ্বাসের শূন্য মন্দির

তোমার চোখের উপর স্থির দৃষ্টি রেখে
হৃদয়ের উঞ্চতায় মিশতে চেয়েছিলাম..........
হৃদয় পুড়ল আমার হৃদয়-অনলে
আর এদিকে স্মৃতিগুলো হয়েছে
বিবাগী কষ্টের........
তীব্রতম যন্ত্রনা নিয়ে মাঝরাতে ঘুম থেকে
জেগে উঠি।
শূন্য মন্দিরে এখনও তোমার স্পর্শ খুঁজি......
হয়ত, কোন এক নিশ্চুপ রাতে মেঘের আড়াঁলে
আসবে তুমি পৃথিবীর সব রং নিয়ে.......
এ বিশ্বাসে দাঁড়িয়ে আছি কষ্টের উল্টো পিঠে...