বুধবার, ১৬ মার্চ, ২০১১

যদি ফিরতে পারিস / জিপসী রুদ্র


উৎসর্গ ঃ তোকে

দিয়ে দেব শরৎ আকাশ
নদীর ধারে ফড়িং উড়া কাঁশফুল
আর সদ্য জন্ম নেওয়া একটা প্রিয় কবিতা।
মেঘের কোলে রোদের হাসি
হেমন্তের বাতাসে ফসলের মেলা
আর গোপন রাখা না বলা কথা।
যদি ফিরতে পারিস....
দিয়ে দেব প্রজাপতির ডানায় ভেসে বেড়ানো স্বপ্ন
রাখাল মুখের বাঁিশর সুর
আর গোধুলির রক্তাক্ত বিকেল।
ফিরে আয়.... ফিরে আয়...
দিয়ে দেব যুবতী নদীর ভরাট যৌবন
আর পৃথিবীর সব সুন্দর।

ভাল ভেসে গেছে .../জিপসী রুদ্র

ভালবেসে কাছে এসে মরন জলে ভাসতে চায়
প্রেমিক মনের বিদগ্ধ চিৎকার শুনেনি কেউ
ভাল ভেসে গেছে বলে.....
                 চুলে জট ধরেছে
                                 নখের ভেতর জমেছে ময়লা
                                                    লক্ষ্যহীন হয়েছে স্বপ্ন
ভাল’বাসায় হয়নি গোপন অভিসার

রবিবার, ১৩ মার্চ, ২০১১

এখন সময় ধর্ষিত ভালবাসার / জিপসী রুদ্র


সিগারেট ধর্ষন করে সিগারেটকে
সময় ধর্ষন করে সময়.....
ধর্ষিত হচ্ছে সকালের মিঠা রোদ
ধর্ষিত হবে আগামী খুব গোপন ভালবাসা
উত্তপ্ত উনুনে বুনিনি
পরিত্যক্ত হৃদয়ের ভালবাসা
শ্যামল হৃদয়ের মানুষ পাওয়া কঠিন জেনে
হেঁটেছি রুদ্রতাপের মরুদ্যানে
আবার হয়তো জমবে পুরানো ভালবাসার
মিছিল এই ধর্ষিত নগরে...