শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৩

Think Global Not Local / জিপসি রুদ্র


জামায়াত শিবির বলছে “ যারা শাহাবাগে যাচ্ছে তারা নেশাখোর আর বেশ্যা” ।
আমার বিশুদ্ধ প্রেমিকা প্রতিদিন অফিস এর কাজ শেষ করে রাতে বাসায় ফেরার আগে একবার শাহাবাগঃ প্রজন্ম চত্বরে যায়। রাজাকারের ফাঁসির দাবি নিয়ে। প্রায় মধ্যরাতে ঘামে ভিজে জুবুথুবু হয়ে বাসায় আসে । তারপর ফ্রিজ থেকে একগ্লাস বয়ফ ঠাণ্ডা পানি খায় । পানি খাওয়া শেষ হলে বলে “ If Possible I Will Fuck Them”.
আমি ধরে নিলাম “জামায়াত-শিবির” এর কথায় আমার বিশুদ্ধ প্রেমিকা একজন বেশ্যা।  এখন কথা হল একজন বেশ্যা যে মাটিতে দাঁড়িয়ে বেশ্যাবৃত্তি করে ওই মাটির পবিত্রতা রক্ষা করা তার নৈতিক দায়িত্ব। মাটির পবিত্রতা রক্ষা করার জন্য একজন বেশ্যা রাজাকারের ফাঁসি দাবি করতেই পারে। এতে অপরাধ বা দৃষ্টিকটুর কোন ব্যাপার থাকতে পারে বলে আমার মনে হয় না । নাকি একজন বেশ্যা গণহত্যা, ধর্ষণ, খুন,ও অগ্নিসংযোগকারীর ফাঁসির দাবি করতে পারবেনা ?
জামায়াত ও শিবির’কে বলছি, মানুষের চিন্তা বদলেছে, সহনশীলতা ও  মানসিক ধারণ ক্ষমতা বেড়েছে । এই সমস্থ সস্তা ও স্থুল কথা বলে মানুষের চিন্তায় ফাটল ধরাতে পারবিনা। Thing Global Not Local. তোদের ফাঁসি অনিবার্য। 

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

নয়া চিন্তার বিস্ফোরণ... / জিপসি রুদ্র


আমার মা'র সাথে আমার চিন্তাগত দূরত্ব বেড়েই চলছে। গতকাল রাতে ভাত খেতে খেতে মা আমাকে বলল -
তুই এখন চাকরি-বাকরি করছিস, আল্লাহর রহমতে টাকা-পয়সাও ভাল কামাইতেছিস, বাড়ি-ঘর কিছু করবি বলে ঠিক করেছিস?
আমি বললাম-আমার বাড়ি-ঘর বাঁধার সাথে তোমার সম্পর্ক কি?
আমার বয়স হয়ে গেছে আমি আর কয়দিন। তোর বাপ যে ঘর দিয়ে গেছে এই ঘরে তো বেশিদিন থাকতে পারব না। বর্ষায় ঝুমাইয়া পানি পরে। তুই নতুন ঘর বাধলে ওখানে বাকি জীবনটা আরাম আয়েশে কাঠিয়ে দিতাম।
মা আমার ঘরে তুমি থাকবে কেন? আর আমি ঘর বানালে ওই ঘরে তোমাকে থাকতে দিব এইটা তোমারে কে বলল?
 মুখে ভাতের যে গ্রাসটা নিচ্ছিল সেটি মুখে না দিয়ে  প্লেটে নামিয়ে আনলো এবং হতবাক হয়ে আমাকে বলল-
তোর ঘরে আমাকে রাখবি না?
না।
কেন?
মা, আমি যদি একটা গরু পালন করার সিদ্ধান্ত নিইতাহলে প্রথমে গরু কিনতে হবে নাকি? মা কে প্রশ্ন করলাম
মা উত্তর দিল, গরু’ত তুই জন্ম দিতে পারবিনা কিনতেই তো হবে।
আমি বললাম, তাহলে তুমি এখন আমাকে বলো গরু কিনে গোয়াল বাধবো নাকি গরু কেনার আগে গোয়াল বাধবো?
মা বলল, গরু কেনার আগে গোয়াল না বাধলে তুই গরুটা রাখবি কই?  
আমি বললাম তাহলে তুমি বুঝতে পারছ যে গরু কেনার আগে গোয়াল বাধতে হবে।
মা বলল, অবশ্যই
তাইলে এখন বল আমার গোয়ালটা কই?
তোর গোয়ালটা মানে? আমারা কি তোর কোন দায়িত্ব পালন করিনি?
আমি যে একটা মানুষ আমার থাকার যে একটা ঘর দরকার ওই ঘরটা কই?
আমাকে যে তোমরা দুনিয়াতে আনলা তোমাদেরকে কি কেউ  বলছিল আমাকে  দুনিয়াতে আনতে? সম্পূর্ণ তোমাদের ইচ্ছায় এনেছ। তার মানে তোমরা একটা মানুষ আননি এনেছ অনেকগুলো দায়িত্ব। ভালবাসা এক জিনিস দায়িত্ব সম্পূর্ণ অন্য জিনিস। ভালবাসলে সওয়াব না বাসলে গুনা নাই। কিন্তু দায়িত্ব পালন না করলে গুনা। তোমারা আমাকে এনেছ বলে তোমাদের দায়িত্ব পালন করতে হয়েছে বা হচ্ছে না আনলে হতনা। এখন কেন এত দায়িত্ব দায়িত্ব করছ। মা তোমারা আমাকে পরিকল্পিত ভাবে আননি আনলে আমার এত অনিশ্চিত ভবিস্যতের মাঝে হাঁটতে হতনা।
মা চুপ করে রইলেন। আমি জানি সে ভীষণ কষ্ট পেয়েছেন। এই কষ্ট আমি কোনদিন লাঘব করতে পারবনা। কিন্তু এর জন্য আমার কোন অনুশোচনা নেই। কারন আমি আমার ন্যায্য কথাটুকু বলেছি। এতে কেউ কষ্ট পেলে আমার কিচ্ছু করার নেই।
আমি যদি সন্তান আনার আগে সন্তানের থাকার ব্যবস্থা করতে পারি তাহলে সন্তান আনবো  যদি না পারি তাহলে আনবো না । কারন আমি আমার পূর্ব প্রজন্ম থেকে যে কষ্ট পেয়েছি সে কষ্ট আমি আমার উত্তর প্রজন্মকে দিব না। পূর্ব প্রজন্ম যে ভুল করেছেন সে ভুলকে একটা জায়গায় চিরতরে থামিয়ে দিতে হবে। কারন কোন ভুল চলমান থাকতে পারেনা। আমার উত্তর প্রজন্ম হয়তো নতুন সমস্যা পাবে কিন্তু আমি যে সমস্যা পেয়েছি সে সমস্যা যাতে না পাই সে ব্যবস্থা আমাকেই করে যেতে হবে। এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি।





নিসর্গ
২৩ কে.বি প্লাজা
চকবাজার, চট্টগ্রাম।