শনিবার, ২১ জুন, ২০১৪

বাপ্পি আর বাপ্পির ভাবনা... / জিপসি রুদ্র

বাপ্পি প্রতিদিন এর মতো আজও খুব সকালে ঘুম থেকে উঠে প্রাতরাশ সারলো । তারপর ছাতাটা হাতে নিয়ে বের হলো অফিসে যাওয়ার উদ্দেশ্যে । বিল্ডিং থেকে নেমে প্রতিদিনের মতোই গেইটের তালা খুললো । এতো সকালে এই বিল্ডিঙয়ের কেউই ঘুম থেকে উঠে না । তাই তাকেই গেইট খুলে বাইরে যেতে হয় । এই জন্যই সে বাসা ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালা থেকে গেইটের একটা চাবি নিয়ে রেখেছে ।
বাসা থেকে রাস্তায় আসতেই প্যাঁচ প্যাঁচ করে বৃষ্টি পরা শুরু করলো । হাল্কা একটু বাতাসও গায়ে লাগছে । তার খুব ভালো লাগছে । এই পরিবেশটা বাপ্পি’র খুবই রোমান্টিক লাগে । এই রকম সময়ে সে সবসময় তার বিশুদ্ধ প্রেমিকার চুমু আশা করে । বাসা থেকে বড় রাস্তার দূরত্ব পাঁচ মিনিটের হাঁটা পথ । ওখানেই তার অফিসের গাড়ি অপেক্ষা করে । তাই তাকে প্রত্যেকদিন বাসা থেকে সকালে  পাঁচ মিনিট হেঁটে যেতে হয় ।
আজ বড় রাস্তায় গিয়েই বাপ্পির মেজাজ গরম হয়ে গেলো । পানি আর পানি । অফিসগামী সবাই ছাতা হাতে দাঁড়িয়ে আছে । একটা গাড়িও রাস্তায় নেই । দু একজন রাস্তায় জাল ফেলে মাছ ধরছে । সে ভাবছে এটা কি শহরের রাস্তা নাকি কোন নদী ?
কোন রকম নিজের মেজাজ’কে ঠাণ্ডা করে গাড়িতে উঠলো । হালিশহর আসার পর বুঝতে পারলো সামনে আর যাওয়া যাবে না । পানি আর পানি । গাড়ি নিয়ে এই পথে আর যাওয়া যাবে না । লাগবে নৌকা ।  
বাপ্পির মেজাজ এবার চরম খারপ । অফিসে যাওয়ার মন-মানসিকতা এখন আর নাই তার । তার ইচ্ছা করছে চট্টগ্রামের মেয়র মঞ্জু আর সিডিএ’র চেয়ারম্যান ছালাম’কে ডেকে এনে কানের পট্টির নিচে টাস টাস করে থাপড়াইতে ।  থাপড়ানো শেষ হইলে সে তাদেরকে কয়েকটা প্রশ্ন করবে । আর কয়েকটা উপদেশ দিবে । সে মনে মনে প্রশ্নও রেডি করে ফেলেছে । প্রশ্ন ১. এটা কি শহর নাকি নদী ? প্রশ্ন ২. এটা কি রাস্তা নাকি নদী? যদি এটি শহর হয় তাহলে এইখানে কোমর পানি ক্যান? যদি এটি রাস্তা হয় তাহলে মানুষ এইখানে জাল দিয়ে মাছ ধরে ক্যান? তোরা দুইজন এইগুলো দেখস কি দেখস না? দেখলে তোরা এখনো ঘরে বইয়া আছস ক্যান? ঘরে বইয়া থাকনের জন্য কি তগোরে নগর পিতা আর চেয়ারম্যান বানাইছি ?

এই পর্যায়ে এসে সে তার বকাবকি থামাবে এবং কিছু উপদেশ দিবে । উপদেশঃ তোরা দুইজন যদি বর্ষার আগে একটা প্লেন কইরা নগরে সমস্থ ড্রেন গুলা পরিষ্কার করে দিতি তাহলে আজকে এতগুলো মানুষের চুদন খাইতে হইতো না । যে এলাকায় ড্রেন ভরাট হয়ে গেছে সেই এলাকায় যদি নয়া ড্রেন খনন করে দিতি তাহলে পানি নিষ্কাশন খুব সহজেই হয়ে যেতো । তখন চুদনের বদলে মানুষ তগোরে পুজা দিতো । এখন যে হারে আজকে তোদের দুজনের চৌদ্দ গুষ্টি উদ্ধার করছে আমার তো ধারণা এই ভাবে চলতে থাকলে শহরে জনসংখ্যা বাড়তে বেশিদিন সময় লাগবে না ! 

মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

যানজট নিরসনে বাপ্পি'র পরিকল্পনা.../ জিপসি রুদ্র

বাপ্পি ছেলেটা বিষণ এলোমেলো । নাগরিক জীবনে ছুটে চলা এক ক্লান্তিহীন পথিক । তার দাবী, সে পৃথিবীর সর্বশেষ ভবঘুরে । তার মৃত্যুর পর আর কোন ভবঘুরে'র জন্ম হবে না এই পৃথিবীতে। সে নিজেকে বাঙলাদেশের নাগরিক মনে করে না, মনে করে সে পৃথিবীর নাগরিক। বাঙলাদেশের সেটেলার । সে চায় ভিসা মুক্ত হোক পৃথিবী ।
বাপ্পি রাস্তায় বের হলেই তার মাথা গরম হয়ে যায় । তার ধারনা মাথা শুধু গরম না মাথা আগুন হয়ে যায় ।
রাস্তায় এতো জ্যাম ক্যান ? রাস্তায় জ্যাম থাকবে ক্যান? প্রশ্ন করে নিজেকে সে ।
তার মনের মধ্যে উত্তর আসে , অব্যবস্থাপনা আর সরকার বাহাদুর এর স্বদিচ্ছার অভাবে ।
রাস্তায় ফ্যাপ ফু গাড়ির আওয়াজ তার মাথা আরও গরম করে দিচ্ছে । সে জানে এই অবস্থায় একটা সিগারেট ধরালে তার মাথা একটু ঠাণ্ডা হবে । সিগারেট এর দোকানে গিয়ে মনে হল শালার সরকার যেখানে মনোযোগ দেওয়া দরকার সেখানে মনোযোগ দিচ্ছে না । পড়ে আছে সিগারেট এর দাম নিয়ে !
সিগারেট টানতে টানতে সে সামনে হাঁটছে গাড়ির ভিড়ের মধ্য দিয়ে । তার ইচ্ছা করছে যোগাযোগ মন্ত্রনালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মন্ত্রীকে ডেকে এনে দুটা পরামর্শ দিতে । বলতে ইচ্ছা করছে, আয় তোরা দুজন আমার সাথে জ্যাম টেলে গন্তব্যে যায়।
রাষ্ট্রের মানুষ খেতে পায় না আর রাষ্ট্র বেহুদা কামে টাকা ব্যয় করছে দেদারছে ! যানজট নিরসনের জন্য ফ্লাই ওভার নির্মাণ তার কাছে হাস্যকর আর রাষ্ট্রের টাকা অপচয় বলে মনে হয় । যোগাযোগ মন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীকে তার মনে হচ্ছে জ্ঞান দেওয়া দরকার ! তার ধারনা বাঙলাদেশের যানজট নিরসনে মাত্র তিন দিনই যথেষ্ট ।দরকার নেই কোন ফ্লাই ওভার নির্মাণের । সে হাটতে হাটতে একটা পরিকল্পনা তৈরি করে যোগাযোগ মন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য । এক । ২৪ ঘণ্টার মধ্যে বাঙলাদেশের সকল ফুটপাত দখলমুক্ত করার জন্য নির্দেশ দিবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই নির্দেশ অমান্য হলে ওই নির্দিষ্ট থানার ওসি বিদায় । দুই। রাস্তার উপর যেকোন ধরনের ব্যাবসা বানিজ্য গাড়ি পারকিং সভা সমাবেশ নিষিদ্ধ । তিন । ট্রাফিক পুলিশ হবে আরও কর্মঠ । রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা নেওয়া চলবে না নিলে ওই ট্রাফিক পুলিশ নগদে বিদায় এবং কোন গাড়ি ট্রাফিক সিগন্যাল না মানলে ওই গাড়ির ড্রাইভারের লাইসেন্স নগদে বাতিল । এবং জরিমানা ।
পরক্ষনে মনে হয় , টেনশন তার একার ক্যান ? দেশে কি আর কোন মানুষ নাই ? থাকলে তারা ভাবে না ক্যান ? তার গালি দিতে ইচ্চা করে । কিন্তু বুঝতে পারছে না গালিটা কারে দিবে । সাধারন মানুষকে নাকি যোগাযোগ মন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রীকে ?

সোমবার, ১৬ জুন, ২০১৪

আমার এই স্বপ্নটাও পূর্ণতা পেলোনা !

মদ খেয়ে সদ্য শুয়েছি ! এর মধ্যেই কলিং বেল টা বেজে উঠলো ! খুব বিরক্তি নিয়ে বিছনা থেকে উঠে দরজা খুলে আমিতো পুরাই অবাক ! আরে এ তো সেই মেয়েটি ! যে মেয়েটি'কে আমার অসম্ভব ভালো লাগে ! ভীষণ ভালো লাগে ! এতো ভালো লাগে যে, সে আমার পাশ দিয়ে হেঁটে গেলে আমার ভেতর কেমন জানি একটা ভালো লাগা তৈরি হয় ! আমি যেন কেমন হয়ে যায় ! পুলকিত হই শিহরিত হই ! ভেতরে কেমন জানি একটা আড়ষ্টতা তৈরি হয় ! আমি বুঝতে পারি মেয়েটিকে কত্তো ভালোবাসি ! কিন্তু এতো রাতে এই মেয়েটি আমার দরজায় ? 
কি মিস্টার ! অবাক হলেন ?
আমার কোন উত্তর নেই ! ইশারায় বললাম ভেতরে আসো ! 
আজকে তো বিশুধবার , তোমার মদ্যদিবস ! তোমাকে দেখেই তো বুঝা যাচ্ছে গিলেছো অনেক !
তা খেয়েছি একটু...
সে যাই হোক , লোকমুখে শুনছি তুমি নাকি আমাকে ভালোবাসো ? আমাকে দেখলে নাকি তোমার ভেতরে কেমন জানি একটা আড়ষ্টতা তৈরি হয় ? তুমি নাকি পুলকিত হও, শিহরিত হও? আমি নাকি তোমার প্রিয় আবৃত্তি শিল্পী ? 
তুমি কি তার সত্যতা  জানতে এসেছো ? 
যদি বলি , হু
তাহলে আমি বলতে পারি , যা শুনেছো মিথ্যে শুনো নি !
তুমি কি জানো তুমি ছেলেটা কি রকম ? তোমার নামে কতো বাজে বাজে কথা এ পাড়ায় প্রতিষ্ঠিত ? 
আমি আমার সম্পর্কে তোমাদের সকল অপবাদ বা আরো অনেক মুখরোচক কথা গায়ে মেখে নিয়ে তোমাকে একটা কথা বলতে পারি, আমি কিন্তু ভালোবাসোতে জানি...
মেয়েটি তার চোখের চশমা’টা আঙ্গুল দিয়ে টেলে আমার চোখের দিকে তাকিয়ে রয়েছে আমি ফ্যানের বাতাসে তার চুল উড়া দেখছি ! 
বললাম, আমি কি তোমার হাতটা ধরতে পারি ! আর একটা চুমু...
মেয়েটি হেঁসে বলল, পাগল একটা...! 
আমি মেয়েটির হাতটি ধরার জন্য আমার হাতটা বাড়িয়েছি ! ঠিক এই সময় কে যেন আমার গাঁড়ে কামড় বসিয়েছে । চোখ খুলে দেখি গলায় একটা লাল পিঁপড়া কামড়াচ্ছে ! 
তাকে নিয়ে আমার এই স্বপ্নটাও পূর্ণতা পেলোনা ! আসলে অপূর্ণতায় কি ভালোবাসা ? সে যাই হোক, বেঁচে থাকুক আমার ভালোবাসা ! ভালো থাকুক তার জন্য... 

জিপসি রুদ্র
২৩/০৫/২০১৪